তৎকাল টিকিটের কালোবাজারির অভিযোগে ধৃত রেল কর্মী
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুমারডুবি স্টেশনে সংরক্ষিত রেল টিকিট কালোবাজারি করার অভিযোগে পাকড়াও এক রেল কর্মী। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, ঐ রেল কর্মীকে গ্রেফতার করল আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবির আধিকারিকরা। আরপিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ঐ রেল কর্মীর নাম মুস্তাক আনসারি। ধৃত রেল কর্মী বরাকর স্টেশনে সান্টম্যান পদে কাজ করতো। এই ঘটনায় আসানসোল ডিভিশনের রেল কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরপিএফ সূত্র থেকে জানা গেছে, আসানসোল ডিভিশনের কুমারডুবি রেল স্টেশনে টিকিটের কালোবাজারি নিয়ে সিআইবি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে নিয়মিত অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার বরাকরেরর আরপিএফ ইন্সপেক্টর পীযূষ কুমার সাহার নেতৃত্বে সিআইবির একটি দল হানা দেয় কুমারডুবি রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে। সেখান থেকে মুস্তাক আনসারিকে হাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রেলের তৎকাল টিকিট কালোবাজারের অভিযোগ উঠেছে। ধৃতর পকেট থেকে ৭৭৮০ টাকা মূল্যের দুটি পরিবারের আটজনের তৎকাল টিকিট পাওয়া গেছে। এর পাশাপাশি ওর কাছ থেকে ৫০৮০ টাকা উদ্ধার করা হয়েছেধৃতকে শনিবার আদালতে পাঠানো হয় ,সেখানে থেকে বিচারক তাকে জামিন দেয়।
- পশুবলি নিষিদ্ধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ হাইকোর্টের : অবশেষে বোল্লা কালী মন্দিরে বলি নিয়ে কাটল জটিলতা
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের
- Mamata Banerjee : अवैध कोयला – बालू पर करें कार्रवाई, जो पैसा ले रहा वह समझे, किसी को ना छोड़े
- पार्वती टीचर्स ट्रेनिंग इंस्टीट्यूट में आर्ट आफ लिविंग का चार दिवसीय शिविर
- দামোদরে ডুবে মৃত্যু ধানবাদের তিন স্কুল পড়ুয়ার