BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

বারাবনী থানা ও কুলটি ট্রাফিক পুলিশ এর যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

বেঙ্গল মিরর , কাজল মিত্র :-বুধবার বারাবনি থানার এলাকায় অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি । মূলত পথ নিরাপত্তা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন।স্থানীয় জনসাধারণকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অধীনে বারাবনী থানার অন্তর্গত ব্লক বিডিও কার্যালয় থেকেবারাবনী পুলিশ এবং কুলটি ট্রাফিক পুলিশ যৌথভাবে স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে পায়ে হেঁটে এই র‌্যালি বের করা হয়।

প্রসঙ্গত, যে ভাবে দিনের পর দিন পথ দুর্ঘটনার কবলে পড়ে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে অনেকটাই উদ্বিগ্ন জেলা পুলিশ সহ রাজ্য সরকার। তাই সারা বছর ধরেই রাজ্য জুড়ে বিভিন্ন থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা মূলক বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয় পুলিশের তরফে। পাশাপাশি পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর লক্ষ্যে দুর্ঘটনাকে রুখতে, এবং সাধারন মানুষকে দুর্ঘটনার কবলে পড়া থেকে রক্ষা করতে এই কড়া ট্রাফিক আইন।

এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হীরাপুর এসিপি ইপ্সিতা দত্ত, এসিপি কুলটি ট্রাফিক সৌরভ চৌধুরী, ব্লক বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, হীরাপুর সিআই শিবনাথ পাল, কুলটি ট্রাফিক থানার ইনচার্জ শুভেন্দু চ্যাটার্জি, বারাবানি থানার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল সহ স্কুলের শিশু ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *