মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- নব বর্ষের আগমনের মাত্র আর কয়েক দিন বাকি রয়েছে।নতুন বছর মানে মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা।তাই আনন্দে উপভোগ করতে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পড়ে মাইথনে পিকনিকের মরশুম।আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলধার।তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূরদূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথনে।তাই প্রতি বছরের মত মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনির যুবনেতা মুকুল উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ও ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/12/img-20231220-wa01456895098034888602327-e1703067808752-500x326.jpg)
এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী জানান মানুষ আনন্দ করতে পিকনিক করতে মাইথনে আসে তাই আমরা প্রতিবছরের মত এই বছরো দলের তরফে ক্যাম্প বসানো হবে।কারও কোনো অসুবিধা হলে আমাদের দলের ছেলেরা তাদের পাশে দাঁড়াবে।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জন দত্ত,তৃণমূল নেতা রামচন্দ্র সাউ,মবিন খান সহ আরো অনেকে।