ASANSOL

শুরু তিনদিনের ” গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট,অংশ নিচ্ছে ৮ দল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে বুধবার থেকে শুরু হলো ” গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট “। আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে হওয়া তিনদিনের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। এই টুর্নামেন্ট ১০ বছরে পড়লো।


এদিন সকালে এক অনুষ্ঠানে ঘন্টা বাজিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলার উদয় রায়। এছাড়াও ছিলেন আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্টের সভাপতি তথা আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শচীন রায় সহ অন্যান্যরা
টুর্নামেন্টের প্রথম দিন দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমিফাইনাল খেলা হয়।

প্রথম কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে পায়েল মাল্টিপ্লাজা নির্দিষ্ট ৮ ওভারে ২ উইকেটে ১৭০ রান করে। পরে ব্যাট করতে নেমে জেএমডি ৮ ওভারে ৯৩ রান করায়, পায়েল মাল্টিপ্লাজা ৭৭ রানে ম্যাচ জিতে যায়। পায়েল মাল্টিপ্লাজার জগৎ সরকার ২৩ বলে ৮৫ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে সৌমেন একাদশ ৮ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে। পরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৪ উইকেটে ১০৯ রানে আটকে যায়। এরফলে সৌমেন একাদশ ৪৫ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। ১৭ বলে ৬৭ রান করে সৌমেন একাদশের ব্যাটার ভুটান ম্যাচের সেরা নির্বাচিত হন।


এদিন বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে পায়েল মাল্টিপ্লাজা। পরে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারের মধ্যে ১৩১ রান করে টুর্নামেন্টের প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে যায়। সৌমেন একাদশের আফজল ২১ বলে ৭২ রান করে সেমিফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন।
বৃহস্পতিবার আরো দুটি কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে। শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *