ASANSOL

আসানসোলের থানায় আদিবাসী সংগঠনের ঘেরাও, বিক্ষোভ

মহিলাদের মারধর ও শ্লীলতাহানিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News ) এলাকার মহিলাদের মারধর ও শ্লীলতাহানিতে অভিযুক্তদের গ্রেফতার ও জমি দখল করে নেওয়া মাফিয়াদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করলো আদিবাসীদের সংগঠন পশ্চিম বর্ধমান মৌঞ্জহি মাপাজি মান্ডওয়া আসানসোল শাখা। সংগঠনের শতাধিক মহিলা ও পুরুষেরা আসানসোলের জিটি রোড লাগোয়া আসানসোল দক্ষিণ থানার সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আদিবাসী সংগঠনের তরফে আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার সুকুল হেমব্রোম বলেন, কালিপাহাড়ির সাঁওতাল পাড়ায় আদিবাসী মহিলাদের মারধর ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি এলাকায় বেশ কয়েকজন জোর করে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। তাদেরকে গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে। বেশ কয়েক ঘন্টা ধরে ঘেরাও বিক্ষোভ দেখানোর পরে সংগঠনের তরফে থানার ইন্সপেক্টর ইনচার্জকে একটি স্মারক লিপি দেওয়া হয়। পুলিশের তরফে দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *