দূর্গাপুরের রান্নার গ্যাস লিক করে মিষ্টির দোকানের দুই কারিগরির মৃত্যু, অসুস্থ আরো ৬
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur latest News Today ) বড়দিনের সকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মিষ্টির দোকানের গুদাম বা শোওয়ার ঘরে ঘটলো মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘুমের ঘোরে রান্নার গ্যাস লিক করে মৃত্যু দুজনের। অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ৬ জন। মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়া জেলার বেলেতোড়ার বাসিন্দা। মৃত একজনের নাম অতনু রুইদাস। এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজোনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে।
জানা গেছে, ঐ মিষ্টির দোকানের আট কারিগর অন্য দিনের মতো রবিবার রাতে ঘুমোছিলেন মিষ্টির দোকানের পেছনে একটি গুদাম ঘরে। সোমবার ভোর রাতে ৮ জনের মধ্যে এক কারিগর ফোন করেন মিলন মন্ডলকে। সেই ফোন পেয়ে দোকান মালিক ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর অচৈতন্য অবস্থায় আট জনকে তড়িঘড়ি ঐ ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছজন অসুস্থ অবস্থায় ঐ হাসপাতালে ভর্তি আছেন। তারমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঐ এলাকায় আসে। পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিক করাতেই এই ঘটনা ঘটেছে।
- কলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা
- Asansol : जिले में 300 घाटों पर दिया जाएगा अर्घ्य, ड्रोन और तीसरी आंख से नजरदारी
- রানীগঞ্জ থানায় সেরা পুজো ও মহরম কমিটিকে সম্বর্ধনা
- আসানসোল পুরনিগমের ছট পুজোর ঘাট পরিদর্শনে মেয়র
- সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয় পাণ্ডবেশ্বরে, বোর্ড অফ ডিরেক্টর পদে জয়ী বিধায়ক