ASANSOL

শতাব্দী প্রাচীন চার্চে জমজমাট বড়দিন, ছোটদেরকে চকোলেট দিলো আসানসোল সাউথ ট্রাফিক গার্ড

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহর তথা এই শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন গীর্জা হলো স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চ। জিটি রোডের হটন রোড মোড় সংলগ্ন ১৫০ বছরের পুরনো এই চার্চে বিগত বছরগুলোর মতো এই বছরও সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে বড়দিনের অনুষ্ঠানে। এই চার্চ ও তার আশপাশের এলাকাকে রঙিন করে তোলা হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকেই এখানে মানুষেরা ভিড় জমাচ্ছেন কচিকাঁচা থেকে সব বয়সী মানুষেররা।



নিজেদের কাজের মধ্যে একটু সময় বার করে এই বড়দিন উপলক্ষে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এই চার্চে ঘুরতে আসা ক্ষুদেদেরকে উপহার হিসেবে চকোলেট দিলেন। এমন একটা দিনে পুলিশ কাকুদের থেকে প্রিয় চকোলেট পেয়ে খুশি কচিকাঁচারা। এখানে সাউথ ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডলের সঙ্গে ছিলেন এএসআই ইজাজ খান, এএসআই সোমনাথ লায়েক, এএসআই পার্থ মুখোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *