দুর্গাপুরের রাস্তায় যমরাজ! ট্রাফিক পুলিশের অভিনব সচেতনার প্রচার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। স্বয়ং যমরাজ সাজিয়ে এক ব্যাত্তিকে রাস্তায় নামানো হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/12/img_20231226_2124048232892902124597654-500x311.jpg)
দুচাকা ও চারচাকা গাড়ি চলক যারা হেলমেট ছাড়া রাস্তায় রেড়িয়েছে ও চারচাকায় ড্রাইভার ব্যাল্ট ছাড়া যারা রাস্তায় নেমেছে সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতনত করা হয়।
এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি