দুর্গাপুরের রাস্তায় যমরাজ! ট্রাফিক পুলিশের অভিনব সচেতনার প্রচার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। স্বয়ং যমরাজ সাজিয়ে এক ব্যাত্তিকে রাস্তায় নামানো হয়।














দুচাকা ও চারচাকা গাড়ি চলক যারা হেলমেট ছাড়া রাস্তায় রেড়িয়েছে ও চারচাকায় ড্রাইভার ব্যাল্ট ছাড়া যারা রাস্তায় নেমেছে সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতনত করা হয়।
এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ।
- আসানসোলে অভিনব গিনি হাউসে লাকি ড্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার

- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़

- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক

- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर

- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए



