দুর্গাপুরের রাস্তায় যমরাজ! ট্রাফিক পুলিশের অভিনব সচেতনার প্রচার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। স্বয়ং যমরাজ সাজিয়ে এক ব্যাত্তিকে রাস্তায় নামানো হয়।














দুচাকা ও চারচাকা গাড়ি চলক যারা হেলমেট ছাড়া রাস্তায় রেড়িয়েছে ও চারচাকায় ড্রাইভার ব্যাল্ট ছাড়া যারা রাস্তায় নেমেছে সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতনত করা হয়।
এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ।
- সালানপুর ও বারাবনি বিডিও অফিসে বিএলওদের বিক্ষোভ, অবস্থান

- আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগ, শিক্ষা বিষয়ক একদিনের ন্যাশানাল সেমিনার

- SIR 2025 : Draft List में अपना नाम कैसे चेक करें ? नाम न होने पर क्या करें

- চিত্তরঞ্জনের নিরাপত্তা আরো জোরদার করতে প্রায় ৪০০ র বেশি সিসিটিভি, অবসরপ্রাপ্ত ৫০ জন সেনাকর্মী নিয়োগ এবং ড্রোনের প্রস্তাব

- ECL के 45,453 कर्मचारियों को मिला ₹307 करोड़ का बकाया वेतन


