বন্ধ হল রানিগঞ্জ রেল স্টেশনের প্রায় শতবর্ষ প্রাচীন ফুট ওভারব্রিজ
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য্য , আসানসোল। রেলের নয়া ফরমানে বন্ধ হল রানিগঞ্জ রেল স্টেশনের প্রায় শতবর্ষ প্রাচীন ফুট ওভারব্রিজ। এতে রানিগঞ্জের আপামর মানুষ অসুবিধায় পড়বেন শুধু নয় তাদের কাছ থেকে শতবর্ষ প্রাচীন সুবিধে কেড়ে নেয়া হলো। কোনও বিজ্ঞপ্তি না দিয়েই শুক্রবার থেকে রেলের ওভারব্রিজের মুখ সিল করে বোর্ড লাগিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে যারা বাসস্ট্যান্ড থেকে উল্টোদিকে রেলের ময়দান পর্যন্ত যাতায়াত করতে পারতেন টিকিট না কেটে সেই সব সাধারন হাজার হাজার মানুষ সমস্যায় পড়লেন। এখন তাদের প্রায় দেড় কিলোমিটারের বেশি ঘুরে যেতে হবে পুরসভার ব্রিজের উপর দিয়ে।
রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত বিষয়টি নিয়ে ডিআরএমকে চিঠি দিয়ে অবিলম্বে পুরনো ব্রিজটি খুলে দেওয়ার দাবি জানান। যদিও রেলের তরফে এক আধিকারীক বলেন নতুন যে ওভারব্রিজ করা হয়েছে তা কেবলমাত্র রেল স্টেশনে যাত্রীদেরই স্বার্থযুক্ত।এতে নিরাপত্তার স্বার্থে বাইরের লোকেদের স্টেশনে ঢোকার সম্পর্ক থাকবে না।
রেলময়দানের পাশ থেকে স্টেশনের ভিতর চারটি প্ল্যাটফর্মে শুধুমাত্র যাত্রীদের যাওয়ার জন্য নতুন ওভারব্রিজ চালু হয়েছে। সেটি ব্যবহার করে প্লাটফর্ম না ঢুকে স্টেশনের বাইরে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি। এই ঘটনায় রানিগঞ্জের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে। রানিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে রানিগঞ্জের বার্ণস কারখানার গীর্জাপাড়া ও কুমারবাজারের দু’টি ইউনিটের শ্রমিকরা যাতায়াত করতো রানিগঞ্জ রেল স্টেশনের ফুট ওভারব্রিজ দিয়েই। রেলের দুপাশেই বার্ণসের শ্রমিক আবাসন ছাড়াও বিশাল জনপদ রয়েছে। রানিগঞ্জের ওভারব্রিজ দিয়েই সরাসরি স্থানীয় বাসিন্দারা পারাপার করতে পারেন।
ওই পথ বন্ধ করে দেওয়ার ফলে রেলযাত্রীদের ও স্থানীয়দের প্রায় দেড় কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে। রেলের সাইকেল স্ট্যান্ড রেলময়দানের পাশেই রয়েছে। ফলে সাইকেল ও মোটরসাইকেল যাত্রীদের রেলের স্ট্যাণ্ডে যানবাহন রেখে দীর্ঘ পথ অতিক্রম করে টিকিট সংগ্রহ করতে হবে। যাত্রীরা ক্ষোভের সাথে জানান, রেল কর্তৃপক্ষ যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়গুলি দীর্ঘদিন ধরে উপেক্ষা করেই চলছে। সময়ের ট্রেন সময়ে চলছে না, মহিলা টিকিট কাউণ্টার নেই, ট্রেন চলাচলের সূচি জানাতে রেলের ডিসপ্লে বোর্ড সবসময় চালু থাকে না, শৌচালয় সহ স্টেশন চত্বর অপরিচ্ছন্ন রয়েছে। যাত্রী পরিসেবার সেই সব সমস্যার সমাধান না করে রেলের ওভারব্রিজ বন্ধ করে তা ভাঙার কাজ শুরু হয়েছে। রানিগঞ্জ রেল স্টেশনের আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা এবিষয়ে মুখ খুলতে চান নি। তাদের বক্তব্য, আসানসোল ডিভিশনের ডিআরএম এর নির্দেশে এই কাজ হচ্ছে। তবে আই ওডব্লিউ ‘র এক কর্মীর বক্তব্য এই রেলওভারব্রিজ ভেঙে দেওয়ার নির্দেশ এসেছে।
আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী স্থানীয়দের পারাপারের অসুবিধার কথা মাথায় রেখে ওই অংশে একটি বিকল্প ফুট ওভারব্রীজ তৈরির জন্য ডিআরএমের কাছে দাবি জানান। রেলের ওভারব্রিজ চালু রাখার দাবি জানিয়ে শনিবার ডিআরএম ও পশ্চিমবর্ধমান জেলাশাসকের কাছে চিঠি পাঠান রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। রেলের প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ না রেখেই নতুন ওভারব্রিজটির আংশিক নির্মাণ করে সমস্যার সমাধান করা যেতে পারে বলে রানিগঞ্জের বিশিষ্ট মানুষজনের অভিমত।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি