পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুরিয়া : জামুরিয়া 1 নম্বর বরোর অন্তর্গত জামুড়িয়ার আট নম্বর ওয়ার্ডের বীজপুর এলাকা গ্রামবাসীরা পানিও জলের সমস্যা থাকায় রাস্তা অবরোধ করেন ,আজ সকালে জামুড়িয়া থেকে বীজপুরের রানীসায়ের পর্যন্ত প্রধান রাস্তা ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ,এই খবর জানাজানি হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুড়িয়া থানার পুলিশ ,আসেন আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ সুব্রত অধিকারী ।
যেখানে গ্রামবাসীদের অভিযোগ বহু বছর ধরেই চলছে এই বিজপুর এলাকায় এই জলের সমস্যা ,বহুবার প্রশাসনের কাছে বলার সত্যেও কোন কাজ হয়নি ,এখনো পর্যন্ত কুয়োর জলে আমাদের কাজ হচ্ছিল কিন্তু বর্তমানে কুয়োর জল নিচে নেমে যাওয়াই বর্তো মানে জলের সমস্যায় এখন বেসি ভুগতে হচ্ছে ।
যদিও এই পুরো বিষয় নিয়ে আসানসোল করপোরেশনের মেয়র পারিষদ সুব্রত অধিকার জানান যেভাবে জলের এলাকা জুড়ে কাজ হচ্ছে এই সমস্যা সমাধান দ্রুত করা হবে ,এবং এখন যে জলের সমস্যা দেখা দিয়েছে তার জন্য জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা হবে !
মেয়র পরিষদের কাছে এই আসা দেখেই পথ অবরোধ উঠিয়ে নেই অবরোধ কারিরা !!