ASANSOL

আসানসোল স্টেশনের অদূরে রাস্তা থেকে ভিন রাজ্যের যুবকের দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনের অদূরে রাস্তা থেকে বুধবার সন্ধ্যায় উদ্ধার হলো ভিন রাজ্যের এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার আসানসোল স্টেশন রোডের ১৩ নং মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কম্বল চাপা দিয়ে থাকা ঐ যুবকের কাছ থেকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ একটি আধার কার্ড পায়। সেই সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুখদেব সিং। বয়স আনুমানিক ৩৭ বছর। যুবকের বাড়ি কর্ণাটকের ব্যাঙ্গালুরুর কাডুগাদির এসবিপি হরিজন মল এলাকায়।


আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই আধার কার্ডের সূত্র ধরে ঐ রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে, ব্যাঙ্গালুরুর এই যুবক আসানসোলে কি করে এলো।
জানা গেছে, এদিন সন্ধ্যা নাগাদ আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানতে পারে যে, আসানসোল স্টেশন রোডে ১৩ নং মোড়ে রাস্তার পাশে কম্বল চাপা দেওয়া এক যুবক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঐ এলাকায় আসে। যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঠিক কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জানা যাবে না।

বারাবনিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বুধবারের সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবনি থানার মাজিয়ারা গ্রামে। মৃত যুবকের নাম সুমন্ত গড়াই (৩৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বারাবনির মাজিয়ারা গ্রামের বাসিন্দা সুমন্ত গড়াই বেশ কিছুদিন ধরে মদ খাওয়া শুরু করেছিলেন। বুধবার সকালে বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ যুবক মানসিক অবসাদে ভুগছিলো। যে কারণে ঐ যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *