RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিশেষ পদ্ধতি অবলম্বন করে ৭ মাস পর উদ্ধার চুরির সামগ্রী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার চুরির ঘটনা সংঘটিত হওয়ার পরই আবারো চুরির ঘটনা ঘটানো দুষ্কৃতিকে বমাল পাকড়াও করে সফলতা লাভ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ। চুরির ঘটনার প্রায় সাত মাসের মাথায় এই চুরির ঘটনার কিনারা করে এই চুরির সঙ্গে যুক্ত থাকা রাহুল বাউরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে।

বৃহস্পতিবার পুলিশের এই সফলতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি সকলের সামনে তুলে ধরলেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় বিয়ে বাড়ির ফটো তোলার কাজ করা বিজয় কুমার শর্মা রানীগঞ্জের বাদামবাগান এলাকায় বসবাস করেন। গত বছরের 16 ই জুলাই তার বাড়িতে বাড়ির ছাদ টপকে চোরে চুরি করে নিয়ে যায় তার বিয়ে বাড়ির ছবি তোলার মূল্যবান সব ক্যামেরা ও আনুষাঙ্গিক সামগ্রী আর তার সাথেই চুরি করে দুটি মোবাইল ফোন একটি ল্যাপটপ।

এই ঘটনাটি তিনি লক্ষ্য করার পরই রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে খবর দিলে পুলিশ এই ঘটনার তদন্তে জুটে যায়, বাদাম বাগানের ঐসব এলাকায় কোন সিসিটিভি না থাকার কারণে পুলিশকে এই চুরির ঘটনার তদন্ত করতে ব্যাপক বেগ পেতে হয় তবে দীর্ঘ অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর অবশেষে সফল হয় পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন ও তার ব্যবহারের বিষয় লক্ষ্য করে, নানান সব তথ্যের ভিত্তিতে বল্লভপুর এলাকার বাসিন্দা রাহুল বাউরী কে আটক করে জিজ্ঞাসা বাদ করতেই মেলে নানান তথ্য। জানা গেছে রাহুল বাউরী এই প্রথম এ ধরনের ছুটি সংগঠিত করেনি এর আগেও সে নেশার জন্য এ ধরনের চুরি সংগঠিত করেছে সে বিষয়ে নজর রেখেই পুলিশ তার ওপর নজরদারি চালায় আর তারপরই মিলে এই সফলতা।

যদিও প্রাথমিকভাবে পুলিশ দুটি দামি মোবাইল, ও একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে আগামীতে আরও সব নানান সামগ্রী, সে কোথায় রেখেছে সে বিষয়ে জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার এই সকল তথ্য সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, সাথে উপস্থিত থাকতে দেখা যায় এই ঘটনার দায়িত্বে থাকা উদ্ধারকারী পুলিশ কর্মী SAP জসিম, সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *