আসানসোল দক্ষিণ থানায় ” ফিরে পাওয়া ” মোবাইল ফোন ফিরিয়ে দিলো পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল দক্ষিণ থানায় শনিবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যতম প্রজেক্ট “ফিরে পাওয়া” র আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় এদিন দুপুরে ২০ জনকে তাদের চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ থানার সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।
যারা ঐসব মানুষদেরকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়েছেন। স্বাভাবিক ভাবেই হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন পেয়ে তারা খুশি। তারা বলেন, এতোটা আশা আমাদের ছিলোনা। আমরা চিন্তিত ছিলাম যে কোনদিনই হারানো মোবাইল ফিরে পাবো না। কিন্তু আসানসোল দক্ষিণ থানার আধিকারিকরা যেভাবে তৎপরতার সাথে কাজ করেছেন তা প্রশংসনীয়। এর জন্য তারা আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ কৌশিক কুন্ডু সহ সমস্ত পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন।