যুদ্ধের বিরুদ্ধে আসানসোলে ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে আজ সামিল পৃথিবীর সব গণতান্ত্রিক মানুষ। ইউক্রেন – রাশিয়া যুদ্ধ ও প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসন ও ধ্বংসলীলার বিরুদ্ধে ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের ডাকে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে রবিবার এক যুদ্ধ বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সমাজকর্মী স্বপন পাড়িয়া, বাবুয়া চৌধুরী, পার্থ রায় ও সুমন কল্যাণ মৌলিক। সংগীত পরিবেশন করেন শান্তনু ব্রহ্মচারী।সভা পরিচালনা করেন সুদীপ্তা পাল।
উপস্থিত সব বক্তারা সাম্রাজ্যবাদীদের যুদ্ধ ও কেন্দ্রের মোদি সরকারের ইজরায়েলের সমর্থন নীতির বিরুদ্ধে মেহনতি মানুষদের জোট বাঁধার আহ্বান জানান।




- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार