রানীগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার রাস্তা খুঁড়ে দেওয়ায়, বিপাকে পড়লেন রাস্তার ধারে বসবাসকারীরা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার রাস্তার বিভিন্ন অংশে রাস্তা মেরামতির সময়, রাস্তা খুঁড়ে দেওয়ায়, বিপাকে পড়লেন রাস্তার ধারে বসবাসকারী বাসিন্দারা। এবার সেই সকল বাসিন্দাদেরই একাংশ জামুরিয়ার বীজপুর বাজার সংলগ্ন রাস্তায়, পথ অবরোধ করে, রাস্তায় জল ছেটানোর দাবি তুলে ও সঠিকভাবে রাস্তা মেরামতের দাবি করে বিক্ষোভ আন্দোলনের সামিল হলেন। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ দিন ধরেই জামুড়িয়ার এই রাস্তাটির হাল বেহাল হয়ে রয়েছে। বর্তমানে কয়েকদিন ধরে এই রাস্তাটিকে মেরামতের জন্য খোঁড়া হলেও গত শনিবার থেকে এই রাস্তার উপর কোন জল না দেওয়ার কারণে, রাস্তার উপর জমে থাকা ধুলো উড়তে থাকায়, দম বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।




তাদের এও দাবি যে, রাস্তার বিভিন্ন অংশে পাথর উঠে থাকায়, সেই সকল পাথর ভারী যানবাহনের চাকায় লেগে ছিটকে দোকানের আসবাবপত্র ও কাঁচের সামগ্রীতে আছড়ে পড়ায়, সে সকল সামগ্রী নষ্ট হচ্ছে। অনেকের আবার এও দাবি করেন যে, এই সকল পাথর ছিটকে অনেক পথচারি ও দোকানে আসা ক্রেতা আহত হচ্ছেন। সে সকল বিষয়গুলিকে তারা তাদের পথ অবরোধের মাধ্যমে তুলে ধরে, অবিলম্বে সমস্ত এলাকায় তিন দফায় জল ছেটানোর কথা জানিয়ে, সঠিকভাবে এলাকায় রাস্তা মেরামতের দাবি করলেন। দীর্ঘ প্রায় আধঘন্টা ধরে চলা এই বিক্ষোভের বিষয় সম্পর্কে পুলিশ জানতে পেরে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের, এই সকল অংশে জল ছিটিয়ে রাস্তাঘাট স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে, স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিনের এই বিক্ষোভের জেরে জামুরিয়া এলাকায় যাওয়া আসা বিভিন্ন যানবাহন আটকে পড়ে, রাস্তার দুই প্রান্তে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে, পরিস্থিতি সামাল দেয়।
- Asansol Club से पूर्व अध्यक्ष सोमनाथ टर्मिनेट ? बिस्वाल ने कहा फेक, दोहराया गया इतिहास
- मवेशी कारोबारी मारपीट में दो भाजपा कार्यकर्ता गिरफ्तार, सीपी ने कहा नहीं बर्दाश्त की जाएगी अशांति की साज़िश
- দুর্গাপুরে গরু বোঝাই গাড়ি আটকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির দুই কর্মী
- জামুড়িয়ায় বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙা , জরিমানা আদায় করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে আসানসোল পুরনিগম
- আসানসোল পুরনিগমে বাংলা সহায়তা কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্বোধন