আসানসোল ৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার শহরের জিটি রোড লাগোয়া পার্কিং এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। চেয়ারম্যান নিজে এই শিবিরে উপস্থিত ছিলেন।




এই প্রসঙ্গে, অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি তৃণমূল কর্মী জনগণের সেবা করতে সবসময় প্রস্তুত। রক্ত দান শিবিরে ৪৪ নম্বর ওয়ার্ডের দলের কর্মীরা অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্ত দেন। আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী মলয় ঘটক এবং তাপস বন্দোপাধ্যায়ের মতো নেতাদের নেতৃত্বে তৃনমূলের কর্মীরা সবসময় মানুষের জন্য সেবা করার জন্য সর্বদা প্রস্তুত। তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করার জন্য এই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের ধন্যবাদ জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী, শাহিদ পারভেজ, বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি, কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় , শিখা ঘটক, মহঃ হাসরাতুল্লাহ, উদয় রায়, বিনোদ গুপ্তা, অরুণ শর্মা, পুতুল, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, অরুণ শর্মা প্রমুখ। এই শিবিরে মোট ৮০ জন রক্ত করেন।