যুবতী খুনের ঘটনায় গ্রেফতার ভিক্ষা দাদা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুরে যুবতী খুনের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। ধৃত মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা হিসাবে পরিচিত। ধৃতের নাম লালটু চ্যাটার্জী।অভিযুক্ত
ব্যাক্তি সালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার সালানপুর থানার মাধাই চক থেকে বোলকুণ্ডা যাওয়ার রাস্তার পাশেই জঙ্গলের মধ্যে পড়েছিল মিঠু রায়ের অর্ধনগ্ন মৃতদেহ।যার পরেই সালানপুর থানার পুলিশ তদন্তে নামে ।
এরপরেই রূপনারায়ণ ফাঁড়ি ওসি মইনুল হক,সহ সালানপুর আইসি অমিত হাতি মিলে তদন্ত শুরু করে ।
বিশেষ করে মোবাইল কল লিস্ট এর সূত্র ধরে করে
আটক করা হয় ওই যুবককে।
জানাজায় ওই যুবক মৃতা যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা।
ধৃত খুনের ঘটনা স্বীকার করলেও পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি জনিত কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।পুলিশ ওই অভিযুক্ত ব্যাক্তির কাছে আরো তদন্ত শুরু করেছে।আজ ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় ।পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে তদন্তের স্বার্থে ।