আসানসোলে ঠান্ডায় মৃত্যু ২ ভবঘুরের মকর স্নানের আগে জবুথবু শিল্পাঞ্চল, পারদ তলানিতে, ঘন কুয়াশায় ঢাকলো আকাশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Latest News Today ) মকর স্নানের আগের দিন একেবারে জবুথবু অবস্থা আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের। গত দুদিনে তাপমাত্রার পারদ নিম্নমুখী ছিলো। শনিবার রাতের পর থেকে আরো নিচের দিকে নামতে শুরু করে তাপমাত্রার পারদ। তারমধ্যে রবিবার ভোরবেলা থেকে শহর তথা শিল্পাঞ্চলের আকাশ ঢাকে ঘন কুয়াশায়। সকাল দশটা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায় নি। তারপর আকাশ একটু একটু পরে পরিষ্কার হতে থাকে। কিন্তু ততক্ষণে জাঁকিয়ে বসেছে শীত। সকালের দিকে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছিলো। দুপুর গড়িয়ে বিকেল পার করে সন্ধ্যা নামতেই বাড়তে থাকে ঠান্ডার কামড়। এদিন আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবিবার রাতে তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে নামবে। মকর সংক্রান্তির দিন অর্থাৎ সোমবার আসানসোল শিল্পাঞ্চলের আবহাওয়া এদিনের মতোই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ৮ ডিগ্রিতে। এই তাপমাত্রা চলতি শীতের মরশুমে সবচেয়ে কম। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।




এদিকে, গত ২৪ ঠান্ডা সহ্য করতে না পেরে আসানসোল শহরে দুই ভবঘুরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে আসানসোল পুরনিগমের সামনে স্টেশন রোড মোড়ে বছর ৫০ এর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। ঐ ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, রবিবার সকালে আসানসোল স্টেশনের বাইরে রাস্তার পাশে বছর ৬০ এর এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে। পুলিশ ঐ ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এদিন আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পরে পুলিশের অনুমান, মৃত দুই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে বেড়াতেন। সম্ভবতঃ ঠান্ডা সহ্য করতে না পেরে এই দুজনের মৃত্যু হয়েছে।