বাড়ির সামনে থেকে উধাও স্কুটি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:– : আসানসোলের সালানপুর থানার রুপনারায়ণপুরে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। শুক্রবার নিমেষের মধ্যেই চুরি হয়ে গেল লাল রঙের একটি স্কুটি। রুপনারায়ানপুর স্টেশন রোড থেকে শুক্রবার বিকেল বেলায় বন্ধুর বাড়ির সামনে থেকে চুরি হয় সন্দীপ চৌহান স্কুটিটি। তবে সিসি ক্যামেরায় স্কুটি নিয়ে পালানো চোরের ছবি ধরা পড়েছে । সেই ফুটেজ খতিয়ে দেখে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ স্কুটি এবং সেই চোরের তল্লাশি শুরু করেছে।




ঘটনা প্রসঙ্গে জানা যায় সন্দীপ চৌহান তার স্কুটি গাড়িটি নিয়ে শুক্রবার রূপনারায়ানপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় তার বন্ধুর বাড়ির সামনে রেখে দেখা করতে যান। তিনি গাড়িটির হ্যান্ডেল লক করে বন্ধুর বাড়ির ভিতরে প্রবেশ করেন । প্রায় দু ঘন্টা পর বেরিয়ে এসে দেখেন তার স্কুটি নেই । স্কুটি উধাও।রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। তবে একের পর এক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
এদিকে, পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে।