ASANSOL

আসানসোল শিল্পাঞ্চলে শ্রদ্ধার সঙ্গে পালিত নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্মজয়ন্তী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী পালিত হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন নেতাজির জন্মবার্ষিকী উদযাপন করেছে।
আসানসোল পুরনিগমের সামনে নেতাজির মূর্তি পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিম উল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। আসানসোলে মহকুমাশাসকের কার্যালয়ে নেতাজী মূর্তির সামনে মহকুমা প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।


আসানসোলের জিটি রোডের ট্র্যাফিক মোড়ের কাছে এদিন তৃণমূল কংগ্রেস নেতাজি জয়ন্তী পালন করা । এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ভানু বসু কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তারা নেতাজী মূর্তিতে মাল্যদান করেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, ২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে। গোটা ভারতে যদি কেউ নেতাজিকে তার যথাযথ সম্মান দিয়ে থাকেন, তা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে আসানসোল গ্রাম থেকে প্রভাতফেরি বার করে সুভাষ সমিতি। সেই প্রভাতফেরি গোটা এলাকা প্রদক্ষিণ করে এসবি গরাই রোডের রামসায়ের মাঠে ফিরে এসে শেষ হয়। এখানে সুভাষ উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শচীন রায়, বাচ্চু রায়, সমর রায়, কল্লোল রায় প্রমুখ। এদিন ধাদকায় বিজেপি আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্তা প্রমুখ।


এদিন কুলটির শাঁকতোড়িয়ার হুসেনিয়া মোড তৃণমূল কার্যালয় থেকে ডিসেরগড় সুভাষ মোড পর্যন্ত একটি র‌্যালি বার করা হয়। তারপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে কুলটির প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য, তৃণমূল যুব নেতা চন্দন আচার্য সহ কর্মীরা উপস্থিত ছিলেন।নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বার্নপুরে বার্নপুর ম্যারাথনের আয়োজন করা হয়। এই বিষয়ে তৃণমূল নেতা উৎপল সেন বলেন, গত ১৫ বছর ধরে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। এই ম্যারাথনে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য তিনটি বিভাগ রাখা হয়েছিলো । তিনটি বিভাগেই মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে এদিন আসানসোলের আপকার গার্ডেনের পার্কে শিশুদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অনেক শিশু অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *