আসানসোলের শ্বেতা প্রসাদের শ্রীরামের প্রতি অনন্য ভক্তি, ছবিতে রামায়ণের সুন্দর কান্ড ফুটিয়ে তুলে চমক, পাশে থাকার আশ্বাস বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব ৬ দিন পেরিয়েছে। এই মন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে যে আবেগ ও উচ্ছ্বাসের ঢেউ দেখা গিয়েছিল, তা এখনও অটুট রয়েছে।
তারই মধ্যে রাম ভক্তের একটি ছবি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সামনে এলো। আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের বার্ণপুরের ছিন্নমস্তা মন্দির এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী শ্বেতা প্রসাদ রামায়ণের সুন্দর কান্ড ফুটিয়ে তুলেছেন নিজের হাতে তৈরি ছবির মাধ্যমে। তার এই আশ্চর্যজনক চিত্রকর্মের জন্য চর্চায় চলে এসেছে শ্বেতা। আর চর্চা কেনই বা থাকবে না? কারণ তিনি তার চিত্রকর্মের মাধ্যমে এমন কিছু কাজ করেছেন, যে কাজটি দেখে সবাই বিস্মিত হয়ে গেছেন। মাত্র এক মাস সময়ের মধ্যে শ্বেতা সুন্দর কান্ডের শব্দ ব্যবহার করে নিজের হাতে ভগবান শ্রী রাম, সীতা ও পবন পুত্র হনুমানের একটি চমৎকার ছবি এঁকেছেন। অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে মন্দির তৈরি হবে। সেই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তখন থেকেই তার মনে এই চিন্তা জেগেছিল যে যাই ঘটুক না কেন, সে রামলালার এমন একটি ছবি আঁকবে, যা কোন দিন কেউ করেনি। শ্রীরামের কাছে তার এই প্রার্থনা ছিলো যে, অযোধ্যার রাম মন্দিরে অনন্য চিত্রকর্ম স্থাপন করা। সে ছবি এঁকে একটা মনের ইচ্ছে পূরণ করেছে। কিন্তু তার একটা স্বপ্ন এখনও অপূর্ণ রয়েছে। তাই সে প্রতিদিন তার বাবা-মাকে জিজ্ঞাসা করে যে অযোধ্যার রাম মন্দিরে তার চিত্রকর্ম কবে বসানো হবে? কে এটা স্থাপন করার ব্যবস্থা করবে ? বাবা ও মা কারোর কাছেই শ্বেতার এই প্রশ্নের উত্তর নেই। বাবা বিজয় প্রসাদের পেশায় একজন শিক্ষক। শিক্ষক হয়ে তিনি মেয়ের কাজে সন্তুষ্ট। তার চেষ্টা রয়েছে, এমন কিছু একটা সূত্র ও মাধ্যম পেতে যার মাধ্যমে তাদের মেয়ের তৈরি এই চিত্রকর্মটি অযোধ্যার রাম মন্দিরে স্থাপন করতে পারেন।




শ্বেতার কথায় জানা যায়, আসানসোলে কোন প্রদর্শনীতে তার হাতের কাজ প্রদর্শিত করার জন্য। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে শ্বেতা তার সাহস হারাননি। নিজের বাড়িটিকে একটি চিত্র প্রদর্শনীতে রূপান্তরিত করেছেন। সেখানে হনুমান, রামনাম, এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের বিভিন্ন দিক তৈরি ছবি রয়েছে।

রবিবার খবর পেয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শ্বেতার বাড়িতে যান। তার বাবা-মায়ের সাথে দেখা করেন। শ্বেতার তৈরি অসাধারন চিত্রকর্ম দেখেন। তাকে সম্মান জানানোর পরে শ্বেতা ও তার পরিবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার দর্শন যাতে করতে পারেন ও তার আঁকা চিত্রকর্মগুলি সেখানে স্থাপনের আশ্বাস দেন। পরে তিনি বলেন, অনেকের বিভিন্ন ধরনের ছবি আঁকা দেখেছি। কিন্তু এমন চিত্রকর্ম দেখছেন এই প্রথমবার। রামায়ণের সুন্দর কান্ডের শব্দ দিয়ে তৈরি একটি ছবি ভাবাই যায়না। এটা দেখার পরে সত্যি মুগ্ধ হয়েছি। তিনি অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের সাথে যুক্ত সদস্য ও দলের নেতাদের সাথে কথা বলার পরে, অযোধ্যার রাম মন্দিরে শ্বেতার আঁকা ছবি লাগানোর চেষ্টা করবেন বলে জানান।