আসানসোলে ভারতীয় জনতা তফসিলি মোর্চার অবস্থান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* মরিচঝাঁপি গণহত্যার শহীদদের স্মরণে ভারতীয় জনতা পার্টি তফসিলি মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার ডাকে বুধবার আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান হয়। এই অবস্থানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ভারতীয় জনতা তফসিলি মোর্চার আসানসোল জেলা সভাপতি প্রদীপ বাউরি ,জেলা সম্পাদক অভিজিৎ রায়, সম্পাদিকা শম্পা রায়, দুই সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাজপেয়ী ও তাপস রায় এবং বিবেকানন্দ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এই অবস্থানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, স্বাধীন ভারতের বাংলায় মানবতার ইতিহাসের অন্যতম কালো দিন এই ঘটনা। ১৯৭৯ সালের এইদিনে বামফ্রন্ট সরকারের পুলিশ ও তাদের বাহিনীর হাতে সুন্দরবনের মরিচঝাঁপিতে শরণার্থী উদ্বাস্তু নিহত, আহত, নির্যাতিত ও ধর্ষিত হয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তৃণমূল সরকারের দ্বিচারিতায় তারা ন্যায় থেকে বঞ্চিত। তাদের বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন আসানসোল কোর্ট চত্বরে গান্ধী মূর্তির পাদদেশ শান্তিপূর্ণ অবস্থান প্রতিবাদ করা হলো।