আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তিন ডিসিপির বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য পুলিশে রদবদল চলছে। মঙ্গলবারের পর শতাধিক পুলিশ আধিকারিকদের বদলির আদেশ জারি করা হয়েছিল। বুধবার আরো এক দফায় রাজ্য জুড়ে ৪৬ জ আইপিএস ও ডবলুবিপিএস পর্যায়ের অফিসারদের রদবদল করা হয়েছে। তার মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির তিন ডিসিপি পর্যায়ের আধিকারিক রয়েছেন। এই তিনজনকে রাজ্যের অন্য পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।
বদলি হওয়া এডিপিসির তিনটি জোনের ডিসিপিরা হলেন ডাঃ কুলদীপ এস এস ( সেন্ট্রাল), অভিষেক মুদি ( ওয়েষ্ট) ও কুমার গৌতম ( ইষ্ট)। ডাঃ কুলদীপ এস এসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসিপি (সেন্ট্রাল) পদে বদলি করা হয়েছে। তার জায়গায় আসছেন চন্দননগর পুলিশ কমিশনারের ডিসিপি ( শ্রীরামপুর) অরবিন্দ কুমার আনন্দ। অভিষেক মুদিকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডিসি করা হয়েছে। অভিষেক মুদির জায়গায় আসছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) আশীষ মৌর্য। কুমার গৌতমকে এসআরপি খড়গপুর পদে বদলি করা হয়েছে। কুমার গৌতমের বদলি হিসাবে আসছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) অভিষেক গুপ্তা। একইভাবে আসানসোলের সপ্তম বাহিনীর ( সেভেন্থ ব্যাটেলিয়ান বা এসএপি) কম্যান্ডিং অফিসার বা সিওকে এদিন অন্যত্র বদলি করা হয়েছে।