আসানসোলে অক্সিলারি পোলিং স্টেশন নিয়ে সর্বদলীয় বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কেন্দ্রের আসানসোল মহকুমার ৫ টি বিধানসভার মধ্যে ৩ টি বিধানসভায় মোট চারটি অক্সিলারি পোলিং স্টেশন বা সহায়ক ভোট কেন্দ্র (বুথ) হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ আছে যেসব পোলিং স্টেশন বা বুথে দেড় হাজারের বেশি ভোটার রয়েছেন, সেখানে অক্সিলারি বা সহায়ক বুথ করতে হবে। সেই কারণে আসানসোল মহকুমার কুলটি বিধান সভা নিয়ামতপুর ও লছিপুরের দুটি প্রাথমিক স্কুলের বুথে একটি করে মোট দুটি অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে। এর পাশাপাশি জামুড়িয়া বিধান সভার শ্রীপুর ও আসানসোল দক্ষিণ বিধান সভার বার্ণপুরের সাঁতাডাঙালের দুটি প্রাথমিক স্কুলে একটি করে দুটি অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে।




এই অক্সিলারি পোলিং স্টেশন তৈরির বিষয়ে সকল কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠক হয়।
এই প্রসঙ্গে মহকুমাশাসক বলেন, আসানসোল মহকুমা এলাকায় তিনটি বিধান সভায় মোট ৪টি সহায়ক ভোট কেন্দ্র বা অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এদিন এই বিষয়ে অবহিত করেন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। উল্লেখ্য, আসানসোলের মহকুমায় পাঁচটি বিধানসভায় ( আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ) মোট পোলিং স্টেশন বা বুথের সংখ্যা ১৪৮৯ টি.
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ