RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাময় পরিস্থিতি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  রানীগঞ্জের আই হসপিটাল এর মধ্যেই অবস্থিত ত্রিবেনা হাসপাতালে এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল বৃহস্পতিবার রাত্রে। এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের ভেতরে ও.পি.ডি সেকশনের দরজা ভাঙার সাথেই চিকিৎসকদের সঙ্গে চলল দীর্ঘ বচসা। তবে এরপর অদৃশ্য কোন অঙ্গুলি হেলনে, মাঝ রাত পর্যন্ত চলা এই বচসার পর স্বাভাবিক হল পরিস্থিতি। পুলিশ প্রশাসনের কাছে হলো না কোন তরফ থেকেই কোন অভিযোগ কিন্তু কেন এ নিয়ে উঠল প্রশ্ন?


ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের চুরি পট্টি এলাকার বছর ৩৫ এর গৃহবধূ লক্ষ্মী হাড়ি জটিল স্ত্রী রোগ নিয়ে বুধবার ভর্তি হয় পরে তার চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি হলে সেখানে অপারেশন থিয়েটারের টেবিলে যাওয়ার পর স্পাইনাল এনাস্থেসিস  প্রক্রিয়া চলাকালীন ওই মহিলা সংজ্ঞা হারায়। পরে ওই মহিলার পরিবারের সদস্যদের এ বিষয়ে জানানোর পর চিকিৎসকেরা রাত্রি নাগাদ ওই রোগিনীকে মৃত বলে জানালে বাড়ে উত্তেজনা।

এই ঘটনার পর পরই রোগীর আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশী হাসপাতালের সামনে ভিড় জড়ো করে বিক্ষোভ দেখাতে থাকে পরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে ঘেরাও করে চলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ, এরই মাঝে হাসপাতালের একটি দরজার কাজও ভাঙ্গা হয়, তারপরই বন্ধ দরজায় চলে দীর্ঘক্ষণ ধরে বৈঠক, তারপরই সমগ্র উত্তেজনাময় পরিস্থিতি রাতের অন্ধকারেই শিথিল হয়ে যায় কোন এক অদৃশ্য কারণে জানা গেছে এইসবের পর ওই রোগী আর কোন ময়নাতদন্তের দাবিও করা হয় না রোগীর পরিবার দেহটিকে নিজেদের হেফাজতে নিয়েছে বলেই জানা গেছে। তবে খুব আশ্চর্যের বিষয় এই ঘটনায় কোন পক্ষই কোনরূপভাবেই কারুর বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে দায়ের করেনি বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *