ASANSOL

আসানসোলের বিবি কলেজে একাধিক প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক শনিবার এক অনুষ্ঠানে আসানসোলের বিবি কলেজে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেছন। তার মধ্যে রয়েছে পড়ুয়া ও অধ্যাপকদের জন্য একটি নবনির্মিত মাল্টি জিম।  এর সাথে তিনি নতুন করে সংস্কার করা বয়েজ হোস্টেল ও একটি লাইব্রেরি উদ্বোধন করেন। পরে মন্ত্রী কলেজের গভর্নিং বডির বৈঠকে উপস্থিত ছিলেন।



এইনবিষয়ে কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু বলেন, এদিন মন্ত্রী মলয় ঘটক কলেজে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে একটি মাল্টি জিম, একটি নতুন করে নির্মান করা বয়েজ হোস্টেল ও লাইব্রেরি এর আগে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন এসেছিলেন তখন লাইব্রেরি তৈরি ছিল। কিন্তু মন্ত্রী আসতে পারেননি। এদিন তিনি সেটির উদ্বোধন করেন।



ডঃ বসু আরো বলেন, মাল্টি জিম তৈরীতে ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। ১৯৬০ সালের তৈরি ৮০ জন থাকার বয়েজ হোস্টেল সংস্কার করতে ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও কলেজে আধুনিক ব্যবস্থা সহ একটি অডিটোরিয়াম তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। তারজন্য খরচ হতে পারে ১০ কোটি টাকার মতো। এদিনের গভর্নিং বডির বৈঠকে সবকিছু আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *