দুর্গাপুরে আইন অমান্যকে ঘিরে ধন্ধুমার কান্ড ,পুলিশের সাথে ধস্তাধস্তি , টায়ার জ্বালিয়ে অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : সিপিআইএম, কংগ্রেস সহ একাধিক শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ঘিরে দুর্গাপুরে ধুন্ধুমার কান্ড । রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম সংলগ্ন চারমাথা মোড় অবরোধ করে CITU,AITUC,INTUC,HM, সিপিআইএম ও কংগ্রেস এর শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে আন্দোলনের সামিল হন তাঁরা। নেতৃত্ব দেন সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার ও কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। পথ অবরোধ তুলতে এলে পুলিশের সাথে চলে দফাই দফায় ধস্তাধস্তি।
ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নগর নিগম সংলগ্ন মোড়ে। প্রায় আধঘন্টা অবরোধে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে উঠে অবরোধ।
সিপিআইএম দাবি,, রাজ্যের আইন ব্যবস্থার পুনপ্রতিষ্ঠা করা না হলে হাত গুটিয়ে বসে থাকবে না সিপিআইএম বলেও হুঁশিয়ারি দেন।