সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্বস্তি, আমলাদেরকে সংসদীয় কমিটির মুখোমুখি হওয়ার নির্দেশে স্থগিতাদেশ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সুপ্রিম কোর্টের কাছ থেকে বড় স্বস্তি পেল রাজ্য। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি মুখ্যসচিব সহ রাজ্য পুলিশের ডিজি এবং পাঁচ আধিকারিককে তলব করেছিল। নোটিশকে চ্যালেঞ্জ করে সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। লোকসভা সচিবালয়ের নোটিশে সাময়িক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।আগামী ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।
গত ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিল। নতুন ১৪৪ ধারার কারণে সুকান্ত মজুমদারকে তকির হোটেলে আটক করা হয়। তবে পুলিশের নজরে এড়িয়ে সরস্বতী মূর্তি হাতে নিয়ে হোটেলের দ্বিতীয় গেট থেকে বেরিয়ে যান সুকান্ত। ইচ্ছামতীর তীরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। কিন্তু এর পর বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশের গাড়ির বনেটে চড়ে প্রতিবাদ করেন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশকর্মীরা গাড়িটিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। প্রচণ্ড ধাক্কা পেয়ে সুকান্ত মাটিতে লুটিয়ে পড়েন। যদিও বিজেপির দাবি, পুলিশ তাকে মাটিতে ফেলে দিয়েছে। আহত হন সুকান্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও তিন দিন ভর্তি ছিলেন তিনি।
এর পর লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। এর পরিপ্রেক্ষিতে লোকসভার সংসদীয় সুরক্ষা কমিটি মুখ্যসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহেদি রেহমান সহ পাঁচজনকে তলব করে। সোমবার সকালে আমলাদের কমিটির সদস্যদের মুখোমুখি হতে বলা হয়। সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যসচিব। সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিবাল। আইনজীবী অভিষেক মনু সিংভিও বিষয়টিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।