ASANSOLLatestNewsPANDESWAR-ANDALPoliticsWest Bengal

ইছাপুর লক্ষী মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর , সৌরদীপ্ত সেনগুপ্ত :
বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহা ব্লকের ইছাপুর লক্ষী মন্দিরের উদ্বোধন করেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই উপলক্ষে বলেন যে দিদি সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানানোর নির্দেশ দিয়েছেন। এ কারণেই কর্মীরা প্রতিটি ঘরে গিয়ে বিজয়ার প্রণাম জানাবেন এবং তাদের মিষ্টি খাওয়াবেন। আমাদের কর্মীরা বিধানসভার ৬০ হাজার ঘরে যাবেন এবং এই গ্রাম থেকে শুরু হবে।

তিনি বলেন যে আমি মাকে প্রার্থনা করি যেন সবাই সুখী থাকেন। সবাই খুশি হবে তবেই আমরা এগিয়ে যাব। বিভিন্ন মতাদর্শের লোকেরা সমাজে বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে, নির্বাচনের আগে আমরা দলের অধীন ছিলাম, তবে বিধায়ক হওয়ার পরে আমরা জনসাধারনের। আমাদের পক্ষে যারা ভোট দিয়েছেন অথবা দেন নি , আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে হবে।
তিনি বলেন যে পৃথিবীতে কেবল মানুষই মানুষের দুঃখের কারণ হয়। সুতরাং, আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের দ্বারা কারোর চোখে জল যাতে না আসে। যদি এই শপথ সবাই গ্রহণ করেন যে, যদি কেউ কারও দুঃখের কারণ না হয় তবে সমাজে সহজেই শান্তি এবং সুখ আসবে।

Leave a Reply