DURGAPUR

দুর্গাপুরে ঝড়ের তাণ্ডব সাথে শিলাবৃষ্টি লন্ডভন্ড শহর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : ( Durgapur Latest News Today ) দুর্গাপুরে হঠাৎ করে ঝরো হাওয়ার সাথে কয়েক পশলা শিলা বৃষ্টি। বিকালে হঠাৎ করে শুরু হয় ঝড়ের তাণ্ডব সাথে কয়েক পশলা শিলা বৃষ্টি। প্রায় ১০ মিনিট ধরে চলে ঝড়ের দাপট। স্তব্ধ হয়ে যায় জনজীবন। বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে কোথায় ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ছাদের টিন ও।
পাশাপাশি দুর্গাপুরের জংশন মলের সামনের অংশের সেট ঝড়ের হাওয়ায় উড়ে যায়, মল সংলগ্ন বেশ কিছু স্টল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


এছাড়াও দুর্গাপুর শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তায় গাছ পড়ে জনজীবন ব্যাহত হয়। জলমগ্ন হয় একাধিক এলাকা, শহরের বেশ কিছু এলাকায় প্রায় ঘন্টাখানেক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ও খবর পাওয়া যাচ্ছে।প্রশাসনিক যুদ্ধকালীন তৎপর জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *