ASANSOL

আসানসোল কল্যাণপুর হাউসিং এ ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল : ( Asansol News Today In Bangla ) পশ্চিম বর্ধমান আসানসোল
আজ সারাদেশের সাথে শহর শিল্পাঞ্চলেও পালিত হলো আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন হয়ে থাকে। তাই এই উপলক্ষে আসানসোল কল্যাণপুর হাউসিং এ ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, সমাজকর্মী জয়া মিত্র, ডাঃ অরুনাভ সেনগুপ্ত, প্রণতি বন্দ্যোপাধ্যায়, সুরঞ্জিত সুলেখাপুত্র, অমল বন্দ্যোপাধ্যায় সহ প্রায় দুশো জন কবি সাহিত্যিক ।


এছাড়াও ছিলেন অধ্যাপক ডঃ সন্দীপ ঘটক, ডঃ আভা মল্লিক আসানসোল পূর্নিগমের বরো চেয়ারম্য়ন অনির্বাণ দাস, কাউন্সিলর অর্জুন মাঝি সহ অনেকে। । এ বিষয়ে আয়োজক ভাষা শহীদ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুন্ডু বলেন সারা বছর ধরেই আমাদের এই কমিটি বাংলা ভাষার প্রসার ও প্রচারে কাজ করবে।
কমিটির তরফে ভাস্কর সুশান্ত রায়কে শিল্পাঞ্চলের সেরা বাঙালি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী মঞ্চের পাশেই প্রয়াত সাহিত্যিকদের স্মরণ করে একটি স্মারক তৈরি করবেন বলেন। দায়িত্ব দেওয়া হয় ভাস্কর সুশান্ত রায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *