আসানসোলের জিটি রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য : ( Asansol Live News Today ) আসানসোলের জিটি রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। শনিবার সকালে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের ভগৎ সিং মোড়ে এই ঘটনাটি ঘটেছে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হওয়া সাইকেল আরোহী বৃদ্ধ প্রদীপ দে (৭০) আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ধ্রুপডাঙ্গার বাসিন্দা। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় আসে। চালক ও খালাসি পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে সাইকেল আরোহীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে প্রদীপ দে ধ্রুপডাঙ্গা থেকে সাইকেল করে সেনরেলে রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড়ে একটা ট্রাক ধাক্কা মারলে তিনি ট্রাকের তলায় ঢুকে যান। ট্রাকের চাকা তার পায়ের উপর চেপে যায়। আশপাশের লোকেরা তা দেখে দৌড়ে আসেন। আসে পুলিশ। এলাকার বাসিন্দাদের সাহায্য জ্যাক লাগিয়ে ট্রাকের চাকা তুলে বেশ কিছুক্ষনের চেষ্টায় তাকে অনেক কষ্ট করে ট্রাকের তলা থেকে গুরুতর জখম অবস্থায় বার করা হয়। এরপর তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে বৃদ্ধর বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- स्काउटिंग में उत्कृष्टता: अनुपम चक्रवर्ती और गीता कुमारी को राष्ट्रपति पुरस्कार से नवाजा गया
- তৃনমুল কাউন্সিলারের ভিডিও ভাইরালে বিতর্ক, পাল্টা বিজেপি বিধায়ক
- UPI rules: ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে UPI-র ৩টি গুরুত্বপূর্ণ নিয়ম,পরিবর্তিত হতে চলেছে কি আর্থিক লেনদেনের পদ্ধতি চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
- বৃষ্টির কারণে এবার ধসে পড়ল পঞ্চায়েত সদস্যের বাড়ি
- SAIL ISP सेफ्टी विभाग में तृणमूल पार्षद की दबंगई, वीडियो वायरल