BARABANI-SALANPUR-CHITTARANJAN

জমির মালিকানা নিয়ে চলছে বিবাদ,পুলিশ বাউন্ডারির কাজ বন্ধ করার পরেও রাতের অন্ধকারে দেওয়া হলো দেওয়াল


বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের অন্তর্গত শিরীষবেড়িয়া মৌজার ২২ নম্বর দাগে মালিকানা নিয়ে চলছে বিবাদ। রামচন্দ্র সাউ ও শফিকুল ইসলাম দুজনেরই দাবি এই জায়গার মালিক তারা।এই নিয়ে কোর্টে মামলা দায়ের করেছেন রামচন্দ্র সাউ।তবে মামলার কোর্টে উঠার আগেই ওই জায়গায় জোরপূর্বক ভাবে বাউন্ডারি ওয়ালের কাজ করছিলেন শফিকুল ইসলাম এমন অভিযোগ তুলেছেন রামচন্দ্র সাউ।পরে কোর্টের অর্ডার অনুযায়ী সালানপুর থানার পুলিশ সেই কাজ বন্ধ করে দেয়।কিন্তু রামচন্দ্র সাউ এর অভিযোগ পুলিশ বারণ করা সত্বেও গতকাল রাতে বাউন্ডারির কিছু অংশ বাকি ছিলো,সেই কাজ রাতের অন্ধকারে করে ফেলে শফিকুল ইসলাম।এই নিয়ে তিনি পূনরায় সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি জানান জোরপূর্বক দাদাগিরি করছে তারা,পুলিশ ও কোর্ট দুটোই তারা মানেন না।তাই রাতের অন্ধকারে বাউন্ডারির কাজ তারা করছে।আর দেওয়ালে একটি কালো রঙ দিয়ে বোর্ড তৈরি করে ফেলেছে।এমন ভাবে দাদাগিরি চললে তারা কোথায় যাবেন।কার উপর তারা বিশ্বাস রাখবেন।কেনো এইভাবে রাতের অন্ধকারে বাউন্ডারি নির্মাণের কাজ করছে?যারা বাউন্ডারি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত বা নিজের হাতে নির্মাণ করেছেন তারও কি বৈধ কাজ করেছেন?উঠেছে প্রশ্ন।কারণ বৈধ জমি হলে রাতের অন্ধকারে বাউন্ডারি নির্মাণ কোনো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *