” পাশে আছি আমরা ” সামাজিক প্রকল্প, রেল শহরের মিশনারি হোমে আসানসোল মেরিনার্স ও বন্দোপাধ্যায় পরিবার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ” পাশে আছি আমরা” নামে একটি সামাজিক প্রকল্পের মাধ্যমে আসানসোলের বাসিন্দা ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায় পরিবার ও আসানসোল মেরিনার্স পুরুলিয়া জেলার রেল শহর আদ্রা শহরের একটি মিশনারি চ্যারিটি হোমের পাশে দাঁড়ালো। রবিবার আদ্রা রেল স্টেশনের কাছে চ্যারিটি অফ সেন্ট ভিনসেন্ট হোম, সিস্টার বাংলোর ছোট ছোট শিশু ও মহিলাদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিলো আসানসোল মেরিনার্স ও বন্দোপাধ্যায় পরিবারের যৌথ উদ্যোগে।
উপস্থিত ছিলেন তাপস (বাবলু) বন্দোপাধ্যায় , সুজিত বন্দোপাধ্যায়, আশীষ সরকার, লক্ষীকান্ত দোলুই, পঙ্কজ রায়, সৌরভ প্রসাদ।
উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, তারা এই সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে সারা বছরই বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকেন। এদিনের অনুষ্ঠান তেমনই একটা প্রয়াস।