“নমো যুব আড্ডা “র মাধ্যমে নতুন ভোটারদের কাছে ভারতীয় জনতা যুব মোর্চা, তুলে ধরা হবে ১০ বছরের মোদি সরকারের খতিয়ান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ” নমো যুব আড্ডা” র মাধ্যমে নতুন ভোটারদের কাছে যাবে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা।
বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন এমন কথাই জানান।
তিনি বলেন, এই যুব আড্ডা ভারতীয় জনতা যুব মোর্চা দ্বারা সংগঠিত করা হচ্ছে। যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১০ বছরের তথ্য দেওয়া হবে। সচেতন মানুষ বিশেষ করে যে নতুন ভোটাররা এই বছরের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন, তাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালের খতিয়ান তুলে ধরা হবে।বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, গত ১০ বছরে ভারতে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। বিশ্বের সব দেশ আজ তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেন, করোনার সময় পুরো দেশবাসীকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে। এমনকি বিদেশেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। শুধু তাই নয়, দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। আগামী ৫ বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। যা আগে দেশের মানুষ কল্পনাও করতে পারেননি।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ প্রথমবারের মতো চন্দ্রযানের মাধ্যমে চাঁদের দক্ষিণ প্রান্ত স্পর্শ করেছে, যা বিজ্ঞানের জগতে একটি ঐতিহাসিক কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য কাজ করা হয়েছে। এই কারণেই আজ প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা কোনও একটি শ্রেণি বা বয়সের মানুষের মধ্যে আর আটকে নেই। সারা দেশের জনগণ তাকে ভালোবাসেন এবং তার প্রতি বিশ্বাস রাখেন।
রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি বলেন, বাংলায় দুর্নীতির সমর্থনকারী সরকার চলছে। ২০১১ সাল থেকে রাজ্যের মানুষ দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও নেতারা কিভাবে দুর্নীতিতে ডুবে গেছেন। একদিকে মোদি সরকারের সাফল্য , অন্যদিকে মমতা সরকারের দুর্নীতি। ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা এই দুই সরকারের মধ্যে পার্থক্য সম্পর্কে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তিনি বলেন, ভারতীয় জনতা যুব মোর্চার যুব আড্ডা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ৭ মার্চ পর্যন্ত।