আসানসোলে শুরু চারদিনের জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের পোলো গ্রাউন্ড লাগোয়া এনসিসি মাঠে শনিবার থেকে শুরু হলো ” জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা ২০২৪ “। আগামী ৫ মার্চ পর্যন্ত অর্থাৎ চারদিন ধরে চলা এই মেলার আয়োজন করেছে রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তর। সহযোগীতায় রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ” আনন্দধারা “।
এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তরের মহাপ্রবন্ধক প্রশান্ত মন্ডল, জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের দুই বোরো চেয়ারম্যান অনিমেষ দাস ও রাজেশ তেওয়ারি সহ একাধিক পুর কাউন্সিলাররা।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী মলয় ঘটক বলেন, বর্তমান রাজ্য সরকার এই ধরনের মেলার আয়োজন করছে যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত মানুষেরা উপকৃত হন। তারা তাদের হাতের তৈরী সামগ্রী বাজারে আনতে পারেন। আসানসোলে সরকারি উদ্যোগে নানা ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। তারমধ্যে এই মেলার আয়োজন প্রথম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।
জানা গেছে, এই মেলায় মোট ৫১ টি স্টল আছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।