DURGAPUR

দুর্গাপুরে প্রকাশ্য দিবালোকে মহিলার গলায় থাকা হার ছিনতাই

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : প্রকাশ্য দিবালোকে মহিলার গলায় থাকা হার ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। হেলমেট পরিহিত দুই দুষ্কৃতী, ফিল্মি কায়দায় এদিন রাস্তা দিয়ে যাওয়া এক মহিলা স্কুটি চালকের, সোনার হার, গলা থেকে ছিড়ে নিয়ে, ছিনতাই করে চম্পট দেয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুর থানা এলাকার এস.এন ব্যানার্জি রোডে, স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন, পাণ্ডবেশ্বর গ্রামের বাসিন্দা মৌমিতা মন্ডল। সে সময় দুই বাইকার, দ্রুত গতিতে তার কাছে এসে পৌঁছে, তার গলায় থাকা সোনার হার আচমকায় টেনে ছিড়ে নিয়ে চম্পট দেয়।

মুহূর্তে ঘটা এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে, মানুষজন জড়ো হতে শুরু করে, যদিও এরই মাঝে দ্রুতগতিতে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। এই ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হন দুর্গাপুর থানার পুলিশ। তারা কিভাবে এই ছিনতাইয়ের এর ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেন। এদিন ওই এলাকার রাস্তার উপরে থাকা, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, ঘটনার জোর তদন্ত শুরু করে পুলিশ।

তবে জনবহুল এলাকায়, দিনের আলোয়, সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ, এধরনের ঘটনা ঘটে যাওয়ায়, হতচকিত হয়ে পড়েছেন ওই মহিলা সহ এলাকার সাধারণ মানুষ জন। দিনের আলোয় এরূপ ঘটনা অনেকটাই আতঙ্কিত করে তুলেছে তাদের। উন্নত মানের নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনা দিনের আলোয় ঘটে যে যাবে, তা কখনোই কেউ ভাবতে পারেনি বলেই, দাবি করেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *