২০২৪ লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হল
আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, বর্ধমান – দুর্গাপুর থেকে কীর্তি আজাদ
আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, বর্ধমান – দুর্গাপুর থেকে কীর্তি আজাদ, বহরমপুর থেকে ইউসুফ পাঠান, হুগলী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত* : ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের “জন গর্জন” সমাবেশ থেকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন ৷ আর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁদের নিয়ে ব্রিগেডে নির্মিত ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷




এইদিন সবচেয়ে বড় চমক ছিল অধীর চৌধুরীর গড় বহরমপুর কেন্দ্র থেকে ৷ বহরমপুর থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ ৷ হাওড়ায় প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। হুগলিতে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ঘাটালে দেব, যাদবপুরে সায়নী ঘোষ, বীরভূমে শতাব্দী রায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রার্থী হয়েছেন ৷
ডায়মন্ডহারবার কেন্দ্রের থেকে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এ দিন ঘোষণা করেন ইন্দ্রনীল সেন ৷ আর কতকটা অপ্রত্যাশিত হলেও সাতজন বিদায়ী সাংসদ এ বার টিকিট পাননি ৷
*একনজরে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা:*
১. জগদীশচন্দ্র বাসুনিয়া – কোচবিহার
২. প্রকাশচিক বরাইক – আলিপুরদুয়ার
৩. নির্মলচন্দ্র রায় – জলপাইগুড়ি
৪. গোপাল লামা – দার্জিলিং
৫. কৃষ্ণ কল্যাণী – রায়গঞ্জ
৬. বিপ্লব মিত্র – বালুরঘাট
৭. প্রসূন বন্দ্যোপাধ্যায় – মালদা উত্তর
৮. শাহনওয়াজ আলি রেহান – মালদা দক্ষিণ
৯. খলিলুর রহমান – জঙ্গিপুর
১০. ইউসুফ পাঠান – বহরমপুর
১১. আবু তাহের খান – মুর্শিদাবাদ
১২. মহুয়া মৈত্র – কৃষ্ণনগর
১৩. মুকুটমণি অধিকারী – রাণাঘাট
১৪. বিশ্বজিৎ দাস – বনগাঁ
১৫. পার্থ ভৌমিক – বারাকপুর
১৬. সৌগত রায় – দমদম
১৭. কাকলি ঘোষ দস্তিদার – বারাসত
১৮. হাজি নুরুল ইসলাম – বসিরহাট
১৯. জয়নগর – প্রতিমা মণ্ডল
২০. বাপী হালদার – মথুরাপুর
২১. অভিষেক বন্দ্যোপাধ্যায় – ডায়মন্ডহারবার
২২. সায়নী ঘোষ – যাদবপুর
২৩. মালা রায় – কলকাতা দক্ষিণ
২৪. সুদীপ বন্দ্যোপাধ্যায় – কলকাতা উত্তর
২৫. প্রসূন বন্দ্যোপাধ্যায় – হাওড়া
২৬. সাজদা আহমেদ – উলুবেড়িয়া
২৭. কল্যাণ বন্দ্যোপাধ্যায় – শ্রীরামপুর
২৮. রচনা বন্দ্যোপাধ্যায় – হুগলি
২৯. মিতালী বাগ – আরামবাগ
৩০. দেবাংশু ভট্টাচার্য – তমলুক
৩১. উত্তম বারিক – কাঁথি
৩২. দীপক অধিকারী – ঘাটাল
৩৩. কালীপদ সোরেন – ঝাড়গ্রাম
৩৪. জুন মালিয়া – মেদিনীপুর
৩৫. শান্তিরাম মাহাত – পুরুলিয়া
৩৬. অরূপ চক্রবর্তী – বাঁকুড়া
৩৭. শর্মিলা সরকার – বর্ধমান পূর্ব
৩৮. কীর্তি আজাদ – বর্ধমান দুর্গাপুর
৩৯. শত্রুঘ্ন সিনহা – আসানসোল
৪০. অসিত কুমার মাল – বোলপুর
৪১. শতাব্দী রায় – বীরভূম
৪২. সুজাতা মণ্ডল – বিষ্ণুপুর