পান্ডবেশ্বর থেকে কলকাতা রুটে সরকারি বাস পরিসেবা চালু
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে কলকাতা রুটে সরকারি বাস পরিষেবার সূচনা হলো। শুক্রবার সকালে পাণ্ডবেশ্বরে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই সরকারি বাস পরিসেবার আনুষ্ঠানিক সূচনা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, এদিন থেকে প্রতিদিন সকাল সাতটায় এই বাস পান্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে ছাড়বে। ঝাঁঝরা, সরপি, উখড়া, অন্ডাল, দূর্গাপুর, বর্ধমান হয়ে কলকাতার দিকে রওনা দেবে। একইভাবে আবার বিকেল চারটের সময় কলকাতা থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্য এই বাস রওনা দেবে। একইরুটে রাতে বাসটি পান্ডবেশ্বরে এসে পৌঁছাবে। এদিনের অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও বৃষ্টি হাজরা, তৃনমুল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়।
পাণ্ডবেশ্বর থেকে কলকাতা যাওয়ার জন্য এই বাস পরিষেবা শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি পাণ্ডবেশ্বরের বাসিন্দারা। তারা বলেন, সরাসরি ট্রেনে করে কলকাতা যাওয়ার বিশেষ সুবিধা না থাকায় এই বাস পরিষেবা চালু হওয়ায় আমাদের খুব উপকার হলো। দীর্ঘদিনের একটি দাবি পূরণ শেষ পর্যন্ত হলো।
শুক্রবার প্রথম দিনেই ১৬ জন যাত্রী নিয়ে পান্ডবেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এই সরকারি বাস।