লোকসভা নির্বাচন ২০২৪ ঘোষণা আজ, সাত দফায় হতে পারে ভোট
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভারতের লোকসভা নির্বাচন, গণতন্ত্রের মহান উৎসব, আজ এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ১৬ ই মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এখান থেকেই এই বছর ২০২৪ এ অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের ঘোষণা করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। গণতন্ত্রের মহান উৎসব উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আগামী ২ মাস দেশে নির্বাচনী কার্যক্রম চলবে। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭ থেকে ৮ টি ধাপে সারা দেশে নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সদস্য বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। সংবেদনশীল এলাকায় আগেভাগেই ভোট নেওয়া হতে পারে।আগামী ১৫ বা ১৬ এপ্রিল থেকে প্রথম ধাপের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝি নির্বাচন শেষ হলে ভোট গণনা করা হবে।