RANIGANJ-JAMURIA

গণতান্ত্রিক মহিলা সমিতির ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে রানীগঞ্জে  আলোচনা সভা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রবিবার ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে রানীগঞ্জের গির্জা পাড়া দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদিকা শান্তি মজুমদার সভানেত্রী কৃষ্ণা দাশগুপ্ত সিপিআইএম মনোনীত প্রার্থী জাহানারা খান, কমরেড কনীনিকা ঘোষ সহ অন্যান্যরা। ১৯৪৩ সালের ১৭ই মার্চ ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির গঠন হয় তারপর থেকেই মহিলাদের জন্য ক্রমাগত কাজ করছে এই সমিতি। বাম শাসনকালে মহিলাদের অধিকার আদায়ের দাবিতে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরনিগম এবং বিধানসভা ও লোকসভাতে ৩০ শতাংশ মহিলাদের সংরক্ষণের দাবি জানানো হয়েছিল সেই অনুযায়ী বর্তমানে 30% মহিলারা সংরক্ষিত আসনে নির্বাচনে দাঁড়াতে পারেন কিন্তু বর্তমানে ৫০ শতাংশ করার দাবি করা হলেও রাজ্য ও কেন্দ্র সরকার সেই বিষয়ে সহমত পোষণ করেননি।

সিপিআইএম মনোনীত প্রার্থী জাহানারা খান এদিন দাবি করেন মহিলারা হাজার টাকা বা বারোশো টাকার জন্য কিংবা বিরিয়ানির প্যাকেটের জন্য সিপিআইএম করেন না মানুষের অধিকারের লড়াই করে সিপিআইএম। তাই মহিলারা এখনো পর্যন্ত সিপিআইএমের বিভিন্ন সভা মিটিং ও মিছিলে অংশগ্রহণ করেন।।এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে সারা দেশের মহিলাদের বর্তমানে সুরক্ষিত নয় সেই বিষয়টিও তুলে ধরেন তারা। এই দিনের এই আলোচনা সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সভাশেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় যা গির্জা পড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবারো গির্জা পাড়া দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *