ASANSOL

আইপিএলের ধাঁচে আসানসোল ক্লাব প্রিমিয়ার লিগ, আট দল নিয়ে শুরু

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আইপিএলের ধাঁচে এই বছরেও আয়োজন করা হয়েছে আসানসোল ক্লাব প্রিমিয়ার লিগ বা এসিপিএল। এই লিগের উদ্বোধন উপলক্ষে রবিবার রাতে আসানসোল ক্লাব হলে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই লিগে মোট আটটি দল অংশ নিচ্ছে। রবিবার রাতে আসানসোল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আটটি দলের জার্সি ও ট্রফির উন্মোচন করা হয়। সোমবার বিকেল থেকে ক্লাবের লনে শুরু হয় লিগের খেলা। প্রথম দিনে মোট ছয়টি খেলা হয়েছে। এই লিগের ফাইনাল খেলা হবে আগামী ২১ মার্চ।


উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সোমনাথ বিসোয়াল বলেন, আসানসোল ক্লাব অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যশালী ক্লাব। এখানে সদস্যদের বিনোদন ও সুযোগ-সুবিধা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শীঘ্রই ক্লাব সদস্যরা এই ক্লাবে পরিবর্তন দেখতে পাবেন। বিনোদনের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এই লিগে ক্লাব সদস্যদেরকে নিয়ে মোট আটটি দল গঠন করা হয়েছে। তার মধ্যে রয়েছে লিজেন্ডস অফ বেঙ্গল, আসানসোল টাইগার্স, হার্টল্যান্ড ড্রাগনস, শার্কস, আসানসোল স্ট্যালিয়নস, নাইট ওয়ারিয়র্স, আসানসোল সুপার কিংস এবং গ্ল্যাডিয়েটরস। রবিবারের এই অনুষ্ঠানে বিনোদ গুপ্ত, ভগবতী আগরওয়াল, গোপাল আগরওয়াল, শঙ্কর চট্টোপাধ্যায় ওরফে রিজু, হিমাদ্রি মুখোপাধ্যায় সঞ্জোগ সিং সহ ক্রিকেটপ্রেমী ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *