KULTI-BARAKAR

গাঁজা ভর্তি তিনটি ব্যাগ সহ গ্রেফতার চার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গাঁজা ভর্তি তিনটি ব্যাগ সহ চারজন দুষ্কৃতি কে গ্রেফতার করল সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ।ঘটনাটি বুধবার ভোরবেলায় আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ডিসেরগড় ব্রিজের কাছে
নাকা তল্লাশি চলার সময় একটি অটো থেকে উদ্ধার করে এই তিনটি ব্যাগ ভর্তি গাঁজা।উদ্ধার হওয়া গাঁজার পরিমান ২৫কিলো ৫০০গ্রাম বলে জানা যায়।

এই ঘটনায় আটক করা হয় অটো সহ চালক সহ মোট চারজনকে।আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওড়িশা থেকে আসানসোলে গাঁজা পাচারের উদ্যেশে নিয়ে আসছিলো তারা।অভিযুক্তদের বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় ।ঘটনার তদন্তে শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।

Leave a Reply