দোল ও হোলি শান্তিপূর্ণ করতে হিরাপুর থানার পিস কমিটির বৈঠক
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Burnpur News ) আসানসোলের বার্নপুর এলাকায় দোল ও হোলি উৎসব শান্তিপূর্ণ ভাবে করতে শুক্রবার হিরাপুর থানা ময়দান সংলগ্ন সভাগৃহে হিরাপুর থানার পক্ষ থেকে একটি শান্তি বা পিস কমিটির সভা বা বৈঠকের আয়োজন করা হয়। এই সভায় পুলিশ আধিকারিকরা অন্য উৎসবের মতো এই দোল ও হোলির সময় শান্তি বজায় রাখতে সবার কাছ থেকে সহযোগিতার আবেদন জানান। কোনো গুজবে কান না দিয়ে যে কোন ঘটনা জানা মাত্রই পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে।













পুলিশ অফিসাররা অন্যান্য সম্প্রদায়ের অনুভূতির কথা মাথায় রেখে হোলি উদযাপনের জন্য জোর দেন। এই সভার মাধ্যমে পুলিশ আধিকারিকরা হোলির সময় জোর করে রং লাগানো ও এলাকায় কোন রকম গন্ডগোল করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই বৈঠকে জনপ্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন ও হিরাপুর থানা এলাকায় শান্তি বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
এই বৈঠকে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত, হিরাপুর থানার ওসি বা অফিসার ইনচার্জ সৌমেন্দ্র সিংহ ঠাকুর, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, উৎপল সেন, প্রবোধ রায়, পবন কুমার সিং, বার্ণপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ চক্রের হদিশ, প্রশ্ন বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
- রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
- Asansol : अब तक की सबसे बड़ी साइबर ठगी, डॉक्टर से 15.83 करोड़ रुपये की लूट
- আসানসোলে এসআইআরের বিশেষ শিবির, পরিদর্শনে ডিএম ও এসডিও, বাড়লো সাতদিনের সময়
- তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নামে দুটি sir ফর্ম, বিতর্ক

