ASANSOL

আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির ১৮ তম বসন্ত উৎসবের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটি সোমবার এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে ১৮ তম বসন্ত উৎসবের আয়োজন করে। উৎসবের সূচনায় প্রথমে প্রভাত ফেরি বার করা হয়। এরপর রামসায়ের ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে সঙ্গীতের তালে নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচের মাধ্যমে দোলের গান ছিলো এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ।


বসন্ত উৎসব কমিটির সভাপতি মিতা রায় বলেন, এবার এই উৎসব ১৮ বছরের। প্রতি বছরের মতো এবারও পুরো অনুষ্ঠানটি মহিলারাই পরিচালনা করছেন।সকালে প্রভাত ফেরি বার করা হয়েছিলো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। তিনি আরো বলেন, শান্তিনিকেতনে যেভাবে হোলি উৎসব পালিত হয়, ঠিক সেভাবে এখানেও পালিত হচ্ছে।
অন্যদের মধ্যে ছিলেন শচীন রায়, অমিতাভ মুখোপাধ্যায়,স্বপন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *