KULTI-BARAKAR

চিনাকুড়ি কোলিয়ারিতে ক্ষতিপূরণের দাবিতে বিজেপি বিধায়কের ধর্ণা, মৃত দুজনের পরিবারের পাশে তৃনমুল ও সিপিএম

বেঙ্গল মিরর, কুলটি , রাজা বন্দোপাধ্যায়ঃ কোলিয়ারিতে দূর্ঘটনায় মৃত্যু হওয়া দুই ঠিকা কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে চিনাকুড়ি ১/২ নং কোলিয়ারিতে ধর্নায় বসলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। তার সঙ্গে ছিলেন এলাকার বিজেপি নেতা ও কর্মীদের পাশাপাশি কর্মীদের পরিবারের সদস্যরা। একইভাবে এদিন সকালে কোলিয়ারিতে আসেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী ও কুলটিতে প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তারাও মৃত দুজনের পরিবারের পাশে দাঁড়িয়ে ক্ষতি পূরণ ও চাকরির দাবি জানিয়েছেন।


বিজেপি বিধায়ক বলেন, যে কোম্পানির হয়ে এই দুজন চাকরি করতেন, সেখান থেকে ক্ষতি পূরণ পেতে অনেক সময় লাগবে। আমরা চাই ইসিএলের কাছ থেকে ক্ষতি পূরণ। সেটা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বংশগোপাল চৌধুরী ও উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমরা ইতিমধ্যেই দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ইসিএল কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
এদিকে, এদিন সকালে কুলটি থানার পুলিশ শাঁকতোড়িয়া ইসিএলের হাসপাতাল থেকে দুই কর্মীর মৃতদের ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, ময়নাতদন্ত হওয়ার পরে মৃতদেহগুলি কোলিয়ারিতে নিয়ে আসা হবে।


প্রসঙ্গতঃ, কয়লা তোলার আগে পুরনো হেড গিয়ার মেরামত করতে কয়লা খনির ভেতরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিলো একটি বেসরকারি কোম্পানির দুই ঠিকা কর্মীর। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছিলো এশিয়ার গভীরতম বা ডিপেস্ট পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১/২ নং কোলিয়ারিতে। মৃত দুজনের নাম আকাশ বাউরি (৩০) ও অনিল যাদব ( ৩২)। দুজনের বাড়ি কুলটি থানা এলাকায় বলে জানা গেছে ।
এই ঘটনার পরে মৃত দুই যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা কোলিয়ারি এলাকায় এসে বিক্ষোভ দেখানো শুরু করেছিলেন। তাদের দাবি ছিলো, মৃত দুজনের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও নিয়ম মেনে একজনকে চাকরি দিতে হবে। এই বিক্ষোভের জেরে কোলিয়ারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ এলাকায় আসে।


এই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন কয়লাখনির নিরাপদ নিয়ে প্রশ্ন তোলে।
সরাসরি এই ঘটনার সঙ্গে ইসিএলের কোন যোগ না থাকলেও , যেহেতু কোলিয়ারিতে এই ঘটনা ঘটেছে, তাই তদন্ত করা হবে বলে সোদপুর এরিয়ার জেনারেল ম্যানেজার একে নন্দী জানিয়েছেন।
ঘটনার পরে এলাকায় আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। তিনি এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ,
জানা গেছিলো, মোট ৫ জন এখানে মেরামতের কাজ করছিলেন। তার মধ্যে মাত্র ১ জন সেফটি বেল্ট পড়েছিলেন। ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অভিযোগ, এখানে কাজ করার ক্ষেত্রে ডিজিএমএস বা ডিরেক্টর অফ মাইনস্ সেফটির নির্দেশ মানা হয়নি।

Leave a Reply