ASANSOLBengali News

ঘূর্ণিঝড় ইয়াস কবলিত এলাকায় ত্রান পাঠালো LIONS ক্লাব, মন্ত্রী মলয় ঘটক দেখালেন পতাকা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- করোনায় বিধ্বস্ত ভারত। একের পর এক করোনার নতুন ধরন শনাক্তে দিশেহারা দেশটি। এর মধ্যেই মরার উপর খাঁড়ার ঘা হয়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ।
এবার ‘ইয়াস’ বিধ্বস্ত সুন্দরবন এলাকায় ত্রাণ পৌঁছে দিতে এগিয়ে এল আসানসোলর বিভিন্ন লাইন্স ক্লাবের সদস্য বৃন্দ( LIONS CLUB) ।এদিন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত থেকে সংস্থার পক্ষ থেকে দুটি ত্রাণ ভর্তি গাড়ি সুন্দরবনের উদ্দেশ্যে সবুজ পতাকা দেখিয়ে পাঠান ।

মন্ত্রী মলয় ঘটক বলেন আসানসোল এর বহু সংস্থা প্রতিদিনই কিছুনা কিছু ত্রান ওই সুন্দরবন ঘূর্ণিঝড় ইয়াস কবলিত এলাকার উদ্দেশে পাঠাচ্ছে । সকলকে আমার পক্ষ অশেষ ধন্যবাদ ।তাছাড়া আমাদের আসানসোল শহরের বহু সমাজসেবী সংস্থা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে । পিআইডি জয়ন্তী মল্লিক,  ডাঃ আরসি মল্লিক, ডাঃ নাবারুন ঠাকুরতা, এসকে.মোইনউদ্দিন,অম্বিকা মূখার্জী, কূন্তল দা,  তাপস, এমডি ইশতিয়াক আখতার, বরুন, সরকার, আশীষ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply