দিলীপ ঘোষ’কে ‘গো- ব্যাক’ ও ” জয় বাংলা ” স্লোগান, পাল্টা স্লোগান, বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Latest News Updates ) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে সোমবার সাতসকালে উত্তেজনা। এদিন সেখানে ” চায়ে পে চর্চা ” ( Chai Pe Charcha ) কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ( Dilip Ghosh BJP ) । সঙ্গে ছিলেন দলের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। হঠাৎই সেই সময় বেশ কিছু মহিলা এসে, দিলীপ ঘোষ দূর হাটো বলে ” গো ব্যাক ও জয় বাংলা ” স্লোগান দিতে থাকেন। মূহুর্তের মধ্যে বিজেপি’র এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দিলীপ ঘোষ ও বিজেপি’র নেতা ও কর্মীরা পাল্টা “পিসি – ভাইপো চোর, তৃণমূল চোর ” স্লোগান দিতে থাকেন। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ আসে। পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।



‘ গো- ব্যাক’ স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেই সব কথা শোনেনি। তিনি মহিলাদের অসম্মান করেছে বলে অভিযোগ।
এদিকে দিলীপ ঘোষের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের কিছু মহিলা সেই জন্য এসেছিলো ঝামেলা করতে। আমরা তার জবাব দিয়েছি।
- আসানসোল ইএসআই হাসপাতালে মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন ইএসআইসির
- উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ও সাহায্যের আবেদন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
- চিত্তরঞ্জনে গুলিবিদ্ধ হয়ে রেলকর্মীর মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন, মিললো সুইসাইড নোট
- ” ভুতের গ্রামে” কোজাগরী লক্ষী পুজোর আয়োজন, বছরের এই সময়ে ফিরে আসেন সবাই
- আসানসোল স্টেশনে ব্যক্তিগত লাগেজের ওজন পরীক্ষা অভিযান শুরু