বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি। আসানসোলের বাসিন্দা রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।














সন্দেশখালীতে বাংলা নববর্ষ উপলক্ষে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন, সেখানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও অংশ নিয়েছিলেন, এই সময় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় এবং সেখান থেকে তাকে অবিলম্বে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
- রানীগঞ্জে সম্পন্ন হল চার দিবসীয় মার্শাল আট প্রতিযোগিতা
- আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠান উদযাপন
- বিসিসিএলের ওসিপিতে ধস, মৃত ২, জখম দুজন, নিখোঁজদের উদ্ধার অভিযান
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण


